before

Noor Saba

  • Mentor's name : Badrunnesa rozi
  • Previous Weight : 59 KG
    Diet : Customized
    Weight Losed : 11 KG
    Time : 12 Weeks

আসসালামু ওয়ালাইকুম, আমি সাবা।জানিনা কে কখন আমাকে লুজ টু গেইনে এড করেছিলো আর সময়টাও মনে করতে পারছিনা।তবে বরাবরই আমি নিরব দর্শক ছিলাম পেজটাতে।ছোটবেলায় আমি শুকনাই ছিলাম কিন্তু বিয়ের পর যে পরিবারে আসলাম তারা প্রচন্ড ভোজনরসিক। টেবিলে সাত আট পদ না থাকলে আমার শ্বশুর মশাই খেতেই বসতেননা।আর আমার শাশুড়ি মাও রান্নায় পটু।আস্তে আস্তে আমিও কিভাবে যেনো ওদের মতো হয়ে গেলাম,টেরই পায়নি।লুজ টু গেইন পেইজে এড না হলে বুঝতামও না কতটা অস্বাস্থ্যকর জীবনযাত্রার বেড়াজালে আটকে গেছি।আর পর পর তিনটা বেবী হওয়ায় ওজন আরো বেড়ে গিয়েছিলো।নিজে নিজে অনেক ট্রাই করেছি ওজন কমানোর, কমেছেও কিন্তু আবার বেড়ে গেছে।বাচ্চাদের জন্য ই- বুক টাও মনোযোগ দিয়ে পড়তে পারিনি।হতাশ লাগতো কিন্তু সবার ওজন কমানোর গল্প পড়ে আবার অনুপ্রানিত হতাম।তারপর এক আপুর লেখনীতে পেলাম পেইড সার্ভিসের কথা।ব্যস আশার আলো দেখতে পেলাম, পেজে যোগাযোগ করে রোজি আপুকে পেলাম মেনটর হিসেবে।তার পরামর্শে আজ ৫৯ থেকে ৪৮ কেজিতে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ,সবাই দোয়া করবেন যেনো এটা ধরে রাখতে পারি।১২ সপ্তাহের বেসিক সার্ভিসে অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি কিন্তু হাল ছাড়িনি।ভুল হলে বকা খেয়েছি যা ছিলো আমার ভালোর জন্যই।রোজি আপুকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা।আমি খুব কৃতজ্ঞ লুজ টু গেইনের সকল মেন্টরদের কাছে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরীর জন্য।