ছোটবেলা থেকেই আমার স্বাস্থ্য বেশ ভালো।কিন্ত দিনে দিনে তা ভয়ংকর হয়ে ওঠে।অবস্থা এমন যে নিজের ওজন নিজে বহন করতে পারছি না।২০২০ এর সেপ্টেম্বর মাসে আমার বর ওজন মেশিন কিনে আনে যেখানে আমার ওজন দেখায় ৯৮।বর এর কড়া নির্দেশ এল অনেক হয়েছে এবার ওজন কমাও। আমিও লেগে গেলাম ওজন কমাতে। ১ মাস খাবার কমিয়ে দিলাম সঙ্গে ৩০ মিনিট হাটা।ওজন কমল ৭ কেজি।কিন্ত মেজারমেনটের তেমন কোন পরিবর্তন নেই।এর মধ্যেই আমার বাবার cancer ধরা পড়ল।বাবাকে উন্নত চিকিৎসার জন্য ভারত পাঠালাম নভেম্বর এ।শুরুহল আমার অন্য রকম একটা সংগ্রাম। বাবা বেঁচে থাকতেই আমাকে একটা কাজ করতে হবে যেটার জন্য ওজন কমানো খুব দরকার। লুজ টু গেইনের সঙ্গে আছি অনেক বছর।সবকিছুই মোটামুটি জানতাম।ঠিক করলাম সাজেদ ভাইয়ের মেন্টরশীপ নিব।সাজেদ ভাইয়ার সাথে সবকিছু নিয়েই কথা বললাম বিশেষ করে আমার মানসিক অবস্থা নিয়ে।সবকিছু শুনে ভাইয়া আমাকে সাহস দিলেন।আর আমি কি খাই সেটা শুনে সেই অনুযায়ী চার্ট বানিয়ে দিলেন।১ মাস করলাম।ওজন কমল ৪.৫ কেজি।কিন্ত ভাগ্য!!!!! এর ঠিক দুইদিন পরেই বাবা আমাকে ছেড়ে চলে গেলেন। ভাইয়াকে বললাম। ভাইয়া বলল আপু আপনি সময় নেন।আমি আছি। ২০ দিন পর আমি আবার শুরু করলাম।কিন্ত মানসিক অবস্থা খুব খারাপ।রাতের পর রাত ঘুম হয় না।কিন্ত ডায়েট আর exercise একদিনের জন্যও ছাড়িনি।যে কয়েকদিন মাঝখানে বিরতি ছিল ভাইয়া সেটা পরে পূরণ করে দিয়েছে।ভাইয়া কোনদিন আমার উপর জোর করে কিছু চাপায় দেয়নি।সবসময় আমার পছন্দের দিকটা মাথায় রেখেছে।সাজেদ ভাইয়াকে অনেক ধন্যবাদ সবকিছুর জন্য।