ইন্টারমিটেন্ট ফাস্টিং আর ওয়ান মিল এ ডে ( ওমাড) আসলে কি আর আমরা করি কি?
ওজন কমানোর ডায়েট অনেক ভাবে করা যায়। ট্র্যাডিশনাল নিয়ম হল ক্যালরি ম্যাক্রো হিসাব করে খাওয়া। এখন …
Read Full Storyবিগত ৩সপ্তাহ ডায়েট করছেন চিটলেস অর্থাৎ কোনরকম নিয়মের বাইরে না যেয়ে। এক্সারসাইজ রোজ ২ঘন্টা করছেন এবং পানি ঘুম সব ঠিকাছে। আপনি বুঝতে পারছেন(ট্র্যাক করেন নি) ইঞ্চিতে মেজারমেন্ট কমছে দেখতেও হাল্কা লাগছে কিন্তু প্রতি সপ্তাহে ওয়েট স্কেল দেখছেন নড়চড় করছেনা। আপনি কি হতাশ হচ্ছেন?নাকি পজিটিভ ভাবে নিচ্ছেন? আমি জানি প্রত্যেকেই হতাশ হচ্ছেন, হবারই কথা ওজন কেন কমছেনা! ভাবছেন আপনার হাড়ের ওজন বেশি কিনা।সমসাময়িক সবার ওজন কমছে ওদের সংখ্যা দেখে আপনার মন খারাপ হচ্ছে,ভাবছেন ভুল কোথায় হলো।
এবার আপনাকে বলছি- প্রথমে সিদ্ধান্ত নিন আপনি আসলে কি চান? আপনি নিজেকে ফিট দেখতে চান নাকি সবাইকে আপনার ওজন কমার সংখ্যা বলতে চান। আপনি কেন ওজন কমাতে চান?কোন ব্যাপারটা গুরুত্বপূর্ণ?
ওজন না কমলেও যদি আপনাকে দেখতে লক্ষনীয়ভাবে স্লিম লাগে,পছন্দের আউটফিটগুলি গায়ে আটছে এবং এতে নিজের প্রতি কনফিডেন্স বেড়ে যায় তাহলে কেন কিছু সংখ্যার জন্য ওজন মেশিনকে এতোটা গুরুত্ব দিবেন? ওয়েট স্কেল তো আপনাকে পুরোপুরি প্রোগ্রেস দেখায়নি। সুতরাং মেজারমেন্ট ট্র্যাক না করে বার বার শুধুমাত্র ওজন নেয়ার ব্যাপারে আগ্রহী হলে আপনি হতাশ হতেই পারেন।
যখন দেখবেন ইঞ্চিতে মেজারমেন্ট কমছে, ফিটনেস বাড়ছে, সুস্থ আছেন এবং এনার্জি পাচ্ছেন তাহলে চিন্তার কিছু নেই।বরং খুশি হবেন কারণ আপনি ঠিক পথে এগোচ্ছেন। আসলে আপনি মাসল গেইন এবং ফ্যাটলস করছেন। এজন্য আপনার শরীর বাহ্যিক ফলাফল দেখায় মেজারমেন্ট কমার মাধ্যমে। কিন্তু আপনার ওয়েট স্কেল রেজাল্ট দেখাচ্ছে না। স্কেলের ওজন নিয়ে নিয়ে খুব বেশি ভাববেন না। আপনার ওজন বোন ডেন্সটিতে না বরং ফ্যাট,মাসল,পানি এসব মিলিয়ে আসছে।
ডায়েট কিচেন স্কেলে মেপে খাচ্ছেন, পাশাপাশি এক্সারসাইজ, ঘুম পানি ঠিক রাখছেন তাহলে আপনি সঠিক পথে রয়েছেন। যেহতু ফ্যাটলস করছেন এবং মাসল গেইন হচ্ছে তাহলে আপনি কি মনে করেন না যে এটিও আপনার প্রোগ্রেস। সুতরাং শুধু ওজন নিয়ে চিন্তা না করে নিজের প্রোগ্রেস অনুভব করুন। এবার আপনি নতুনভাবে ভাবুন, ওয়েটলস জার্নি এঞ্জয় করুন,কারণ আপনি দুর্দান্ত এফোর্ট দিচ্ছেন। এটি চালিয়ে যান, হার্ড ওয়ার্ক করুন,ধৈর্য ও ধারাবাহিকতা রাখুন বড় পরিবর্তন আসবেই। অবশ্যই সাপ্তাহিক বা পাক্ষিকভাবে একসাথে মেজারমেন্ট এবং ওজন ট্র্যাক করা গুরুত্বপূর্ণ।
ওজন কমানোর ডায়েট অনেক ভাবে করা যায়। ট্র্যাডিশনাল নিয়ম হল ক্যালরি ম্যাক্রো হিসাব করে খাওয়া। এখন …
Read Full Storyঅনেকে জেনে বা না জেনে আমরা টার্ম টা ব্যাবহার করে আসছি। গ্রিন টির কথা উঠলে মনে হয় এ্যান্টি-অক্সিডেন্ট …
Read Full Storyফ্যাটলস ডায়েটে সবচেয়ে কমন ভুল যেটা আমরা করি তা হলো মেপে না খাওয়া। ওজন কমাতে চাইলেও অনেকেই আছেন …
Read Full Story